ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বিরামপুরে আইসোলেশনে ৩, আশঙ্কাজনক ১

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ১৭:০৬  
আপডেট :
 ০৬ এপ্রিল ২০২০, ১৭:১৩

বিরামপুরে আইসোলেশনে ৩, আশঙ্কাজনক ১

দিনাজপুরের বিরামপুর উপজেলায় করোনা উপসর্গ দেখা দেয়ায় গত তিন দিনে তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী, দুইজন পুরুষ।

সোমবার দুপুরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার দু'জন এবং আজ সোমবার একজনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের দু'জনের বয়স ৫০, অন্যজনের বয়স ২৩ বছর।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন জানান, তাদের একজন মুন্সীগঞ্জে কাজ করতেন। গত বিশ দিন আগে তিনি জ্বর-সর্দি নিয়ে বাড়িতে আসেন। এরপর স্থানীয়ভাবে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে থাকেন। গত শনিবার থেকে তার শ্বাসকষ্ট দেখা দেয়। গতকাল রবিবার শ্বাসকষ্টসহ গলাব্যথা তীব্র হলে পরিবারের সদস্যরা রাতে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরপর তাকে দ্রুত আইসোলেশনে নেওয়া হয়।

এছাড়াও গত এক মাস আগে ভারত থেকে ফেরত আসা আরো এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে শুক্রবারে ভর্তি হয়েছেন এবং সর্বশেষ আজ দুপুরে এক নারীকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

তিনি আরো জানান, তাদের নমুনা সংগ্রহ করে আজ সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত