ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

তাবলিগ থেকে এসে জ্বর-শ্বাসকষ্ট, তারপর মৃত্যু

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২০, ০০:০০  
আপডেট :
 ০৮ এপ্রিল ২০২০, ০০:০৭

তাবলিগ থেকে এসে জ্বর-শ্বাসকষ্ট, তারপর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে করোনার উপর্স্বগ জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট নিয়ে কলেজ মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

মারা যাওয়া ব্যক্তির বাড়ি উপজেলার আনেহলা ইউনিয়নের পাটিতাকান্দি গ্রামে। এ ঘটনার পর ওই বাড়িটি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

আনেহলা ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার বলেন, মৃত ব্যাক্তি ১০/১২ দিন আগে তাবলিগ জামাত থেকে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে এসেই তিনি জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান বলেন, আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান তার ইউনিয়নের পাটিতাকান্দি গ্রামের এক বৃদ্ধ জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর আমাদের অবহিত করেন। পরে মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে প্রেরণ করেছি। তার নমুনাটি ঢাকায় প্রেরণ করবেন। রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম মৃতের রক্তের নমুনা সংগ্রহ করেছেন। মৃতের বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত