ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

করোনায় ‘আতঙ্কিত’ ব্যাংকাররা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২০, ১৩:১৩

করোনায় ‘আতঙ্কিত’ ব্যাংকাররা
ফাইল ছবি

করোনার মধ্যে বেশ কিছুদিন ধরেই সীমিত পরিসরে সেবা দিয়ে আসছিলো ব্যাংকগুলো, কিন্তু অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তার দেহে সংক্রমণ ধরা পড়ার পর ব্যাংকারদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।

ঢাকার একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহমুদুর রহমান গণমাধ্যমকে বলেন, ব্যাংকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। তাদের মধ্যে কেউ ভাইরাস বহন করলে সেটা অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত ব্যক্তি থেকে টাকার মাধ্যমেও রোগটি ছড়াতে পারে। আমরা সবাই মোটামুটি ভয়ে আছি।

এছাড়া আরো বেশ কয়েকজন ব্যাংকাররা তাদের হতাশা ও ভয়ের কথা জানিয়েছেন। তাদের বক্তব্য, দেশের পরিস্থিতি বিবেচনা করে ব্যাংকগুলোর কর্মীদের জন্য কিছু বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। যাতে করে কর্মীরা সাচ্ছন্দ্যে কাজ করতে পারে।

এদিকে মহামারী ঠেকাতে সরকার গত ২৬ মার্চ থেকে সব ধরনের অফিস আদালত বন্ধ রাখলেও জরুরি সেবার প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত