ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৩ মিনিট আগে
শিরোনাম

চীন থেকে চিকিৎসক ও নার্স আনবে সরকার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২০, ২৩:৩৪

চীন থেকে চিকিৎসক ও নার্স আনবে সরকার

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য চীন থেকে চিকিৎসক ও নার্স আনবে সরকার। এজন্য চিকিৎসক ও নার্স পাঠাতে চীনের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

এতে বলা হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে আলাপকালে পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন এ অনুরোধ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

করোনা আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি বাংলাদেশী চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দিবে তারা।

এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারির কারণে প্রবাসী বাংলাদেশীরা যারা আটকা পড়েছেন তা সমাধানের চেষ্টা করছে সরকার।

বৃহস্পতিবার ঢাকায় এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, তাদের কষ্ট লাঘবের জন্য জন্য কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছে। এ দুঃসময়ে যে সকল দেশ প্রবাসী বাংলাদেশীদের সহায়তা করছে, তাদেরকে চিঠি লিখে ধন্যবাদ জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

এক প্রশ্নের উত্তরে আব্দুল মোমেন বলেন, যে সকল প্রবাসী দেশে ফিরতে আগ্রহী তাদের কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

তবে ভারতে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকায় সেখানে অবস্থানরত বাংলাদেশীদের ফিরিয়ে আনা খুব কষ্টসাধ্য ব্যাপার উল্লেখ করে সেখানে লকডাউন শেষ হলে তাঁদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত