ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সেই দুই নারীর দাফন সম্পন্ন

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২০, ২১:২৪  
আপডেট :
 ২৬ এপ্রিল ২০২০, ২১:৩৪

আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সেই দুই নারীর দাফন সম্পন্ন

ফরিদপুরে শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই নারীর দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই দুই নারী।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে মারা যান শান্তা ইসলাম (১৭) নামে তরুণী। তিনি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামের সিরাজউদ্দিন শেখের মেয়ে। এরপর একইদিন দুপুর ১২টার দিকে মারা যান রেহানা খাতুন (৩০)। তিনি ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের শহীদ হোসেনের স্ত্রী।

জানা যায়, রেহানা খাতুনের মৃত্যুর পর তার স্বজনরা কোনো উপায় না পেয়ে ফরিদপুর তাকওয়া ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক মুফতি মুস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করেন। তিনি চরভদ্রাসন তাকওয়া ফাউন্ডেশন টিমের জিম্মাদার মাওঃ জহুরুল হক ও মুফতি জাকারিয়াকে জানালে চরভদ্রাসন তাকওয়া ফাউন্ডেশনের আলেম সেচ্ছাসেবীগণ শরীয়াসম্মতভাবে কাফন, দাফনের জন্য ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মৃত্যু নারীর বাড়িতে হাজির হন।

প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তাদের ব্যবস্থাপনায় জামীয়া ইসলামিয়া সিদ্দিকিয়া এম কে ডাঙ্গী মাদ্রাসার মুহতামিম হযরত আঃমান্নান সাহেবের ইমামতিতে জানাযা শেষে মাদ্রাসার গোরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত