ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

কুড়িগ্রামে একই পরিবারে ৩ সদস্য করোনামুক্ত

  কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২০, ০৫:৪৩

কুড়িগ্রামে একই পরিবারে ৩ সদস্য করোনামুক্ত

কুড়িগ্রামের রাজারহাটে করোনা আক্রান্ত একই পরিবারের ৩ সদস্য পুরোপুরি সুস্থ্য হয়ে উঠেছেন। সুস্থ হয়ে ওঠায় ছাড়পত্র দেয়ার পাশাপাশি তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

করোনা বিজয়ীরা হলেন- রাজারহাট উপজেলার দুধ খাওয়া পাঠানপাড়া গ্রামের মৃত আব্দুল বাতেনের স্ত্রী কল্পনা বেগম (৪৫), কন্যা তাপসি (১৭) ও নাতি কাউসার (৯)।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাদেরকে সুস্থ্যতার ছাড়পত্র দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ শাহিনুর রহমান সরদার, রাজারহাট উপজেলার নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নুরনবী আনছারী, ডাঃ পুলক, ডাঃ হাসান ও পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলমসহ স্থানীয়রা।

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পপ কর্মকর্তা ডাঃ শাহিনুর রহমান সরদার জানান, গত ১ মে তাদের করোনা পজিটিভ আসলে নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়।পরে দুইবারের টেস্টে করোনা নেগেটিভ আসলে তাদের ছাত্রপত্র দেয়া হয়।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ জন। এদের এই তিনজনসহ সুস্থ হয়েছেন ১২ জন।

বাংলাদেহস জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত