ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

কিশোরগঞ্জে নতুন ১৭ জনের করোনা শনাক্ত, মোট ৩১৭

  কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ মে ২০২০, ০৪:৩৫

কিশোরগঞ্জে নতুন ১৭ জনের করোনা শনাক্ত, মোট ৩১৭

কিশোরগঞ্জে নতুন করে আরও ১৭ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৩১৭ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হলেন।

২৩ মে পাঠানো ২৩৩ টি নমুনার মধ্যে এ ১৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

শুক্রবার নতুন করে করোনা সংক্রমণ শনাক্তের তালিকায় জেলার সদর উপজেলায় ১ জন, করিমগঞ্জ উপজেলায় ১ জন, তাড়াইল উপজেলায় ১ জন, পাকুন্দিয়া উপজেলায় ১ জন, কটিয়াদী উপজেলায় ১ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ১ জন ও ভৈরব উপজেলায় ১০ জন রয়েছেন।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

আর সর্বশেষ তথ্য অনুযায়ী, হটস্পট হিসেবে চিহ্নিত কিশোরগঞ্জ জেলার উপজেলাভিত্তিক এই সংখ্যা দাঁড়িয়েছে- সদর উপজেলায় ৩৪ জন, হোসেনপুর উপজেলায় ৯ জন, করিমগঞ্জ উপজেলায় ২৫ জন, তাড়াইল উপজেলায় ৩৬ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ১৬ জন, কটিয়াদী উপজেলায় ১৮ জন, কুলিয়ারচর উপজেলায় ১২ জন, ভৈরব উপজেলায় ১০০ জন, নিকলী উপজেলায় ৫ জন, বাজিতপুর উপজেলায় ২২ জন, ইটনা উপজেলায় ১২ জন, মিঠামইন উপজেলায় ২৫ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৩ জন রয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত