ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

কানের শোঁ শোঁ আওয়াজ বাড়িয়ে দেয় করোনা

  অন্যরকম ডেস্ক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২১, ১৬:৪৭  
আপডেট :
 ২৬ জানুয়ারি ২০২১, ১৭:২৯

কানের শোঁ শোঁ আওয়াজ বাড়িয়ে দেয় করোনা
প্রতীকী ছবি

করোনার সংক্রমণ শুধু শ্বাসযন্ত্র আর হৃদযন্ত্রই অচল করে না। এর প্রভাব পড়ে মানবদেহের অনেক অঙ্গ-প্রতঙ্গের ওপর। এ তথ্য উঠে এসেছে গবেষণায়।

গবেষণায় দেখা গেছে মারণ ভাইরাসের প্রভাবে স্নায়ুঘটিত সমস্যা দেখা দিচ্ছে, ব্যঘাত হচ্ছে মস্তিষ্কের কর্মক্ষমতাও।

ফ্রন্টিয়ার্স ইন পাবলিক হেল্থ নামের একটি গবেষণায় প্রকাশিত নতুন সমীক্ষা বলছে করোনাভাইরাস কানে তালা ধরার সমস্যা, কানের ভিতর যে শোঁ-শোঁ আওয়াজ হয় তাকেও প্রভাবিত করতে পারে।

বিজ্ঞানীরা এই অসুখের পোশাকি নাম দিয়েছেন ‘টিনাইটিস’। জানা গেছে বিশ্বজুড়ে ৩ হাজার ১০৩ জন রোগীর উপর এই সমীক্ষাটি চালানো হয়েছে।

মহিলা এবং যে সব রোগীদের বয়স ৫০ বছরের নিচে, তাদের ক্ষেত্রে এই সমস্যা প্রভাব বিস্তার করেছে বেশি! এর কারণ হিসেবে সমীক্ষকরা দায়ী করেছেন করোনাকালের স্বাস্থ্যবিধিকে।

বাংলাদেশ জার্নাল/এনআর/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত