ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আরও ১৬৩ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৮:৩৬

আরও ১৬৩ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

দেশে গত দুই দিনে আরও ১৬৩ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট নয় হাজার ৫৩ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৫ জুলাই পর্যন্ত আক্রান্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর সংখ্যা ছিল ৮ হাজার ৮৯০ জন।

প্রতিবেদনে বলা হয়, নয় হাজার ৫৩ জনের মধ্যে চিকিৎসক তিন হাজার ৭৯ জন, নার্স দুই হাজার ২৩৫ জন, আর অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন তিন হাজার ৭৩৯ জন। গত ২৬ জুলাই পর্যন্ত করোনা এবং উপসর্গ নিয়ে তিন ডেন্টাল সার্জন এবং ১৭১ জন চিকিৎসক মারা গেছেন।

তাদের মধ্যে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল চিকিৎসক ২৩ জন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ৭৬ জন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত/অবসরপ্রাপ্ত ৭ জন, বেসরকারি/জেনারেল প্র্যাকটিশনার্স ৬৪ জন এবং আর্মি মেডিকেল কলেজে কর্মরত একজন রয়েছেন।

এছাড়াও ডেন্টাল চিকিৎসকদের মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা দুই জন এবং বেসরকারি/জেনারেল প্র্যাকটিশনার্স রয়েছেন একজন।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত