মেষের আর্থিক শুভ, তুলার দাম্পত্যে মনোমালিন্য
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৩ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৫
জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।
মেষ: কর্মক্ষেত্রে গোপনে শত্রুতা হতে পারে। ব্যবসায়ে প্রতিযোগিতা বাড়বে। পরিবারে শুভ ফলের যোগ আছে। আর্থিকযোগ শুভ।
বৃষ: কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে কর্মভাব পেরোতে হতে পারে। শিক্ষাযোগে শুভ ফল লাভ হবে। পারিবারিক বিষয় নিয়ে সমস্যার যোগ আছে। আর্থিকযোগ শুভ।
মিথুন: অবসাদ আপনার সফলতার ক্ষেত্রে বাধা হয়ে দাড়াতে পারে। শিক্ষায় সফলতার ক্ষেত্রে বাধা আসতে পারে। কর্মে উন্নতির সম্ভাবনা আছে। ব্যবসায়ে মনোযোগের অভাব হতে পারে।
কর্কট: কর্মভাবে সমস্যার মধ্যে সমাধানের আলো বেরোবে। পাশে পাবেন কোন সহকর্মীকে। কর্মক্ষেত্রেও উন্নতির আলো দেখা দেবে। ব্যবসার ক্ষেত্রে সময় কিছুটা কঠিন। শারীরিক সমস্যা কমবে।
সিংহ: শারীরিক সমস্যার সমাধানের যোগ আছে। নিজের পরিচিতির বাইরে চেষ্টা করলে ব্যবসায় সফল হবে। কর্মে উন্নতি। আর্থিক শুভ।
কন্যা: কর্মভাবে বাধা বিপত্তি কাটিয়ে সফলতার যোগ আছে। শারীরিক সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মে উন্নতির যোগ আছে। শিক্ষাযোগ শুভ।
তুলা: দাম্পত্যের মনমালিন্য। কর্মে বাধা। শিক্ষাযোগ শুভ। ব্যবসায়ে উন্নতি। পারিবারে মধ্যে আত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। আর্থিকযোগ শুভ।
বৃশ্চিক: বন্ধুদের সাথে মতের অমিল হবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে সফলতার ইঙ্গিত। কর্মে উন্নতির যোগ বর্তমান। দাম্পত্যে মনমালিন্য।
ধনু: ব্যবসায়যোগ শুভ। নতুন কাজের বরাত হাতে আসার সম্ভাবনা। তবে পাওনা অর্থ নিয়ে সমস্যা হবে। বিনোদনের যোগ আছে।
মকর: কর্মক্ষেত্রে সমস্যার সমাধান। ব্যবসায়ে আর্থিক উন্নতির সুযোগ। কর্মভাবে শুভ যোগ। শিক্ষা ক্ষেত্রে শুভ ফল লাভ। পারিবারিক সম্পত্তি নিয়ে সমস্যা।
কুম্ভ: কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতির উদ্ভব হতে পারে। তবে ব্যবসায়িকযোগ শুভ। ব্যবসায়ে আইনি জটিলতার সম্ভাবনা। আর্থিকযোগে বাধা।
মীন: আপনাকে প্রলোভন দেখাতে হতে পারে কোনো অসাধু ব্যক্তি। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। দাম্পত্য যোগে সমস্যা দেখা দিতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা।