শারীরিক সমস্যা কর্কটের, কর্মে উন্নতি কন্যার
জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।
মেষ: বিদেশ ভ্রমণের সমস্যা কাটতে পারে। কর্মপথে সাহায্য পেতে পারেন কোন সহকর্মীর। মানসিক আতঙ্ক আরও জটিল করে তুলতে পারে। যাত্রাযোগ শুভ।
বৃষ: কর্মেক্ষেত্রে সুযোগ আসবে কিন্তু তাকে ব্যবহার করতে গিয়ে বাধার মুখে পড়তে পারেন। পারিবার নিয়ে আতঙ্ক। ব্যবসায়ে উন্নতি। শিক্ষাযোগ শুভ।
মিথুন: সম্পত্তি নিয়ে সমস্যা। সমসাময়িক পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে। আতঙ্ক গ্রস্ত হতে পারেন। অতি লোভের লোভের ফলে বিড়ম্বনায় পড়তে পারেন। আর্থিকযোগ শুভ।
কর্কট: নতুন বন্ধুর মারফৎ ব্যবসায়ে উন্নতি। শিক্ষা নিয়ে সমস্যা। অর্থযোগ শুভ। কর্মে অবনতি। শারীরিক সমস্যা।
সিংহ: দাম্পত্য সম্পর্কে মনমালিন্য দেখা দিতে পারে। কর্মভাবে অস্থিরতা। পারিবারিক সমস্যাগুলি ঠাণ্ডা মাথায় সমাধান করুন। উত্তেজনা সমস্যাকে জটিল করতে পারে।
কন্যা: ব্যবসায়ে যোগাযোগকে কাজে লাগিয়ে উন্নতির সুযোগ। কর্মে উন্নতি। শারীরিক সমস্যা। আর্থিক যোগ শুভ।
তুলা: সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ফলে আর্থিক উন্নতির হবে। কর্মভাবে প্রস্তাব পেতে পারে। দাম্পত্য সমস্যা। পারিবারিক পরিস্থিতি আতঙ্ক তৈরী করতে পারে।
বৃশ্চিক: কোনও বিষয়ে অতিরিক্ত আশা না করাই ভালো। সাফল্য লাভের জন্য অপেক্ষা করতে হতে পারে। শারীরিক সমস্যা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাছে না।
ধনু: কর্মভাবে সমস্যা তৈরী হওয়ার সম্ভাবনা আছে। শানসিক অস্থিরতা তৈরী হতে পারে। পারিবারিক সমস্যার যোগ বর্তমান। শিক্ষাযোগে বাধা। বিদেশ ভ্রমণে বাধা।
মকর: পারিবারিক সমস্যার ফলে অমনোযোগী হয়ে পড়তে পারেন। শিক্ষা ক্ষেত্রে উন্নতি। আর্থিক ক্ষেত্রে সমস্যা। আতঙ্ক গ্রাস করতে পারে। বিদেশ ভ্রমণে সমস্যা।
কুম্ভ: শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রেমের ক্ষেত্রে কিছু বাধা থাকলেও সেগুলি মিটে যাবে। যাত্রা যোগ শুভ। শিক্ষা নিয়ে সমস্যা। আর্থিক যোগ মিশ্র।
মীন: আইনি জটিলতা। বিদেশ ভ্রমণে বাধা। শিক্ষায় শুভ। শ্লেষ্মা জাতীয় রোগ ভোগাতে পারে। পরিবার নিয়ে চিন্তা।