ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

আজকের রাশিফল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০২:৪০

আজকের রাশিফল

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ রাশি:

মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। দূরের যাত্রায় সতর্ক হতে হবে। প্রবাসীদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। কর্মস্থলে আশানুরুপ আয় রোজগার হবে না। ফলে আর্থিক সঙ্কট এ মূহুর্তে কাটার সম্ভাবনা নেই বল্লেই চলে। সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে। আইনগত জটিলতা দেখা দিতে পারে।

বৃষ রাশি:

বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বৈদেশিক কাজ কর্ম ও ব্যবসা বাণিজ্য নিয়ে অস্থিরতা কমে আসবে। বকেয়া বেতন ও কিছু বাড়তি রোজগারের সুযোগ পেয়ে যাবেন। বন্ধু বা বড় ভাই বোনের সাহায্য লাভের সম্ভাবনা। ঠিকাদারী ব্যবসায় বকেয়া বিল আদায়ের চেষ্টায় অগ্রগতি হবে। ব্যবসায়ীক কাজে সাফল্য লাভ।

মিথুন রাশি:

মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভবনাময়। কর্মস্থলে নুতন দায়িত্ব প্রাপ্তির সংবাদ পেতে পারেন। ব্যবসা বাণিজ্য নিয়ে চলতে থাকা বিবাদের মিমাংসা হতে পারে। পিতার কাছ থেকে কিছু টাকা পাওয়ার সম্ভাবনা। পদস্ত কর্মকর্তার আনুকূল্যে বকেয়া অর্থ পেতে পারেন। চাকরিজীবীরা কর্মস্থলে পদোন্নতির আশা রাখতে পারেন।

কর্কট রাশি:

কর্কট রাশির জাতক জাতিকার দিনটি সকল প্রকার যোগাযোগে সাফল্যের। অনলাইনে বা কোনো মার্কেটিং সাইটে কেনাবেচায় লাভবান হবেন। বিকাশ রকেট এজেন্সী ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন। ছোট ভাই বোনের কর্ম লাভের সুযোগ আসতে পারে। প্রকাশকদের আয় রোজগারে চলতে থাকা বাধা কেটে যাবে।

সিংহ রাশি:

সিংহ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভবনাময়। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজ কর্মের গতি ধরে রাখতে কিছু ব্যাংক ঋণ করতে পারেন। চিকিৎসক ও ঔষধ বিক্রয় প্রতিনিধিদের আয় রোজগার বৃদ্ধি পাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো। শেয়ার ব্যবসায়ীদের আশানুরুপ আয় রোজগার হবে না।

কন্যা রাশি:

কন্যার জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাথে কিছু বাদানুবাদ এড়িয়ে চলতে হবে। ব্যবসায়ী ও স্বাধীন পেশাজীবীদের বহু দিনপর কিছু আয় রোজগারের সুযোগ আসতে পারে। খুচরা ও পাইকারী ব্যবসায় ব্যস্ততা বৃদ্ধি পাবে।

তুলা রাশি:

তুলা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য ও মন মেজাজ ভালো যাবে না। কর্মস্থলে সহকর্মী বা অন্য কারো আচরনে কষ্ট পেতে পারেন। অণৈতিক কাজ কর্মে নিজেকে না জড়ানোই ভালো। কর্মচারীদের বকেয়া পাওনা টাকা পরিশোধের জোর প্রচেষ্টা করতে হবে। ঝুঁকিপূর্ণ কাজে যাবেন না।

বৃশ্চিক রাশি:

বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। সন্তানের সাথে আন্তরিক ব্যবহার করার চেষ্টা করুন। রোমান্স বা প্রেমের ক্ষেত্রে সাফল্য পাবেন। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। অভিনয় শিল্পীরা ঈদের কোনো কাজের সুযোগ পাবেন।

ধনু রাশি:

ধনু রাশির জাতক জাতিকার দিনটি প্রত্যাশা পূরণের। পারিবারিক কোনো ইচ্ছা পূরণ হতে পারে। গৃহ ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে চলতে থাকা ঝামেলার অবশান হবে । যানবাহন বিক্রেতাদের বাড়তি আয় রোজগারের সুযোগ আসবে। মাতৃকূলের আত্মীয়র সাহায্য পেতে পারেন। কারো সাথে অযথা ঝামেলায় জড়াতে যাবেন না।

মকর রাশি:

মকর রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। প্রবাসী কোনো আত্মীয়র কাছ থেকে কিছু অর্থ লাভের সুযোগ আসবে। ব্যবসা বাণিজ্যর প্রয়োজনে দূর দেশ গমন করতে পারেন। বিশ^-বিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশন জটের আশঙ্কা বৃদ্ধি পাবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে মানসিক পরিতৃপ্তি ফিরে পাবেন।

কুম্ভ রাশি:

কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বকেয়া কিছু টাকা আদায় হতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায়। খাদ্য ও পাণিয়ের ব্যবসায়ীরা ভালো আয় রোজগারের সুযোগ পাবেন। স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্মর বিষয়টি মাথায় রাখতে হবে। কোমল পানিয় ও চা ব্যবসায়ীদের কিছু লাভের আশা রয়েছে।

মীন রাশি:

মীন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। অসুস্থদের আরোগ্য লাভের যোগ প্রবল। ব্যবসায়ীক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য লাভের সম্ভাবনা। অংশিদারী ব্যবসায় আশানুরুপ আয় রোজগার হবে।

  • সর্বশেষ
  • পঠিত