প্রকাশ : ১৮ অক্টোবর ২০২০, ১৬:২৪
পরিবর্তন আসছে ইন্সটাগ্রামে
সব ধরনের অপ্রয়োজনীয় বিজ্ঞাপন ছড়িয়ে নেওয়ার কথা ভাবছে ইন্সটাগ্রাম। এর ফলে ব্যবহারকারীদের জন্য নতুন পরিবর্তন নিয়ে আসছে ফেসবুক নিয়ন্ত্রিত এ প্লাটফর্ম।
|আরো খবর
ইন্সটাগ্রামের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ফেসবুক এমন পরিবর্তনগুলোতে সম্মত হয়েছে। ফলে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রচার করা ‘আরো কঠিন’ হবে বলে মনে করা হচ্ছে। বিধিনিষেধগুলো বিশ্বব্যাপী সব ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যগুলো প্রচারের জন্য অনেক টাকা ব্যয় করে। বড় ব্র্যান্ডগুলো তাদের বিজ্ঞাপন বাজেটের একটি ক্রমবর্ধমান অংশ সবসময় বরাদ্দ রাখে।
তাদের মূল উদ্দেশ্য হল অল্প বয়স্ক গ্রাহকদের কাছে পৌঁছানো। যারা সাধারণত টেলিভিশন এবং সংবাদপত্র পড়ে না। ইনস্টাগ্রামে প্রায় ৯০ ভাগের বেশি ব্যবহারকারী কোনও ব্যবসা বা ব্র্যান্ড অনুসরণ করেন।
এর আগে ইন্সটাগ্রামে যুক্ত করা হয় নতুন ১০ ফিচার। প্রাথমিকভাবে কয়েকটি দেশের ব্যবহারকারীরা এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।
বাংলাদেশ জার্নাল/এইচকে
আরো পড়ুন:
> মোবাইল থেকে চোখের সুরক্ষা করবেন যেভাবে
> ৯৯৯-এ ফোন করে দ্রুত সেবা পাওয়ার কিছু ঘটনা
> ব্রহ্মাণ্ড অন্ধকারে ডুবে ছিল!
> অপো নিয়ে এলো কমলা রঙের স্মার্টফোন
> সেরা স্মার্টফোনগুলোর নাম ও দাম
> টিকটকের বিকল্প হিসেবে আসছে ইউটিউবের ‘শর্টস
> মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন যেসব ঝুঁকি
> জনাকীর্ণ জায়গা শনাক্তের ফিচার আনছে গুগল
> চীনে ইমেলের ব্যবহার হয় না কেন?
> জনসাধারণের জন্য মহাকাশ পর্যবেক্ষণের সুযোগ
> ইউটিউব থেকে কেনাকাটার সুযোগ আসছে
> ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম চ্যাট একঘরে
> স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভের তথ্য মুছে যাবে