প্রকাশ : ৩১ অক্টোবর ২০২০, ১৭:৫৭
নতুন ওয়ালপেপার আনছে হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার আনছে। এই ফিচারে থাকবে ৬০টিরও বেশি ওয়ালপেপার। ব্যবহারকারীরা তাদের পছন্দমতো যেকোনো ওয়ালপেপার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন।
|আরো খবর
ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের নতুন সব ফিচার ও পরিবর্তন সম্পর্কে যাবতীয় খোঁজ রাখে অনলাইন প্ল্যাটফর্ম ওয়াবেটাইনফো। তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন একটি ফিচারের অধীনে সব মিলিয়ে ৬২টি ওয়ালপেপার থাকবে।
ভারতীয় প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ ওয়াবেটাইনফোর বরাতে জানায়, টেস্টফ্লাইট বেটা প্রোগ্রামের আওতায় আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ওই আপডেটেই ওয়ালপেপারের ফিচারটি রয়েছে।
হোয়াটসঅ্যাপের নতুন ওয়ারলপেপার ফিচারটি বেটা ব্যবহাকারীরা ব্যবহার করতে পারবেন। শিগগিরই এটি সব আইফোন ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে। অন্যদিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কবে সুবিধাটি পাবেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিটি চ্যাটের জন্য আলাদা ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন। গ্রুপ চ্যাটেও এগুলো ব্যবহার করা যাবে। ৬২টি ওয়ালপেপারের মধ্যে ৩২টি থাকবে উজ্জ্বল রঙয়ের এবং বাকি ৩০টি থাকবে অনুজ্জ্বল ধাঁচের।
বাংলাদেশ জার্নাল/এইচকে
অন্যরা যা পড়ছে:
> মোবাইল থেকে চোখের সুরক্ষা করবেন যেভাবে
> ৯৯৯-এ ফোন করে দ্রুত সেবা পাওয়ার কিছু ঘটনা
> ব্রহ্মাণ্ড অন্ধকারে ডুবে ছিল!
> সেরা স্মার্টফোনগুলোর নাম ও দাম
> মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনে যেসব ঝুঁকি
> জনাকীর্ণ জায়গা শনাক্তের ফিচার আনছে গুগল
> চীনে ইমেলের ব্যবহার হয় না কেন?
> দু’মাস পরেই বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল
> সোশ্যাল মিডিয়ায় নারীদের ভুয়া পর্নো ভিডিও
> নাসা নভোযানের দরজা আটকে নমুনা ছিটকে পড়ছে মহাকাশে!
> এখনই বাংলাদেশে অফিস খোলার পরিকল্পনা নেই ফেসবুকের
> জনসাধারণের জন্য মহাকাশ পর্যবেক্ষণের সুযোগ