প্রকাশ : ১২ নভেম্বর ২০২০, ১৫:৪২
গুগল আর বিনা পয়সায় ছবি রাখবে না
ব্যবহারকারীদের ছবি আর বিনা পয়সায় রাখবে না গুগল। আগামী বছরের জুন পর্যন্ত এ জন্য সময় বেঁধে দিয়েছে প্রতিষ্ঠানটি। এরইমধ্যে সব ব্যবহারকারীর কাছে মেইলে এ তথ্য জানানো শুরু করেছে গুগল।
|আরো খবর
গুগলের ঘোষণা অনুযায়ী, ফটোজ অ্যাপে আপলোড করা যেকোনো ছবি গুগল ব্যবহারকারীর অ্যাকাউন্ট খোলার সময় যে ১৫জিবি স্টোরেজ দেওয়া হয় তার হিসাবের মধ্যে ধরা হবে।
গুগলের পাঠানো মেইলে আরো বলা হয়েছে, ২০২১ সালের ১ জুন থেকে উচ্চমান সম্পন্ন সব ছবি ও ভিডিও ব্যাকআপ ১৫ জিবি স্টোরেজের মধ্যেই ধরা হবে। এই ১৫ জিবি জায়গা গুগলের অ্যাকাউন্ট খোলার সময় বিনা মূল্যে দেওয়া হয়। এর বাইরে কেউ গুগলের কাছ থেকে স্টোরেজ বা জায়গা কিনলে সেখানে ভিডিও বা ছবি জমা থাকবে। গুগল ড্রাইভ ও জিমেইলের তথ্য এভাবেই হিসাব করা হয়। এখন থেকে গুগল ফটোজও এ হিসাবের মধ্যে পড়বে।
তবে সুখবর হচ্ছে, আগামী বছরের ১ জুনের আগে যেসব ছবি ব্যাকআপ নেওয়া হবে তা গুগলের অ্যাকাউন্ট স্টোরেজের আওতায় পড়বে না।
প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, গুগল চাইছে আরও বেশি মানুষ যাতে তাদের সেবা অর্থ দিয়ে ব্যবহার করুক। গুগল ওয়ান নামের সেবার সাবসক্রিপশন বাড়াতেই এ পদক্ষেপ।
বাংলাদেশ জার্নাল/এইচকে
প্রযুক্তির আরো খবর:
> মোবাইল থেকে চোখের সুরক্ষা করবেন যেভাবে
> ৯৯৯-এ ফোন করে দ্রুত সেবা পাওয়ার কিছু ঘটনা
> ব্রহ্মাণ্ড অন্ধকারে ডুবে ছিল!
> দেশসেরা ফ্রিল্যান্সার ফাহিম মারা গেছেন
> হোয়াটসঅ্যাপ না খুলেই জানুন কে আছে অনলাইনে
> নতুন ওয়ালপেপার আনছে হোয়াটসঅ্যাপ
> সেরা স্মার্টফোনগুলোর নাম ও দাম
> মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনে যেসব ঝুঁকি
> জনাকীর্ণ জায়গা শনাক্তের ফিচার আনছে গুগল
> চীনে ইমেলের ব্যবহার হয় না কেন?
> দু’মাস পরেই বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল
> ফেসবুকের শেয়ারিং গতি কমতে পারে
> সোশ্যাল মিডিয়ায় নারীদের ভুয়া পর্নো ভিডিও
> নাসা নভোযানের দরজা আটকে নমুনা ছিটকে পড়ছে মহাকাশে!
> নকিয়ার দুই মডেলের স্মার্টফোন ফিরছে
> এখনই বাংলাদেশে অফিস খোলার পরিকল্পনা নেই ফেসবুকের
> জনসাধারণের জন্য মহাকাশ পর্যবেক্ষণের সুযোগ