ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

হুড়মুড়িয়ে ভাঙলো আট তলা বাড়ি, নিহত ১০

হুড়মুড়িয়ে ভাঙলো আট তলা বাড়ি, নিহত ১০

কম্বোডিয়ায় একটি আট তলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৩ জন। এছাড়া এখনও বহু মানুষ ভবনের ধ্বংসাভবনের নিচে চাপা পড়ে আছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান।

শুক্রবার কম্বোডিয়ার রাজধানীয় নমপেন থেকে প্রায় ১শ মাইল উত্তর পশ্চিমের উপকূলীয় শহরে কেপে ওই ভবনটি ভেঙে পড়ে। মাত্র ৬ মাস আগেই দেশটির প্রেহা সিহানুক প্রদেশে আরেকটি নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় ২৮ জন নিহত হয়েছিলেন।

শনিবার কেপ শহরের গভর্নর কেন সাথা সংবাদ মাধ্যম রয়টার্সকে জানান, ‘ভবনটির ধ্বংসাবশেষ থেকে ইতিমধ্যে আমরা পাঁচজনের মরদেহ উদ্ধার করেছি। সেখানে আরো পাঁচজনের লাশ দেখতে পেয়েছি। কিন্তু সেগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।’

ওই কর্মকর্তা আরো জানান, ভবনটির ধ্বংসাবশেষে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন। আর এসব আটকে পড়াদের অধিকাংশই শ্রমিক শ্রেণির মানুষ বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে এই ঘটনার কারণ জানা যায়নি। তবে জিজ্ঞসাবাদের জন্য ওই ভবনের মালিক এক কম্বোডিয়ান দম্পতিকে আটক করেছে পুলিশ।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত