ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

পশ্চিমবঙ্গে রেলস্টেশনের ভবন ধস, হতাহতের আশঙ্কা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২০, ০০:৪১  
আপডেট :
 ০৫ জানুয়ারি ২০২০, ০০:৪৬

পশ্চিমবঙ্গে রেলস্টেশনের ভবন ধস, হতাহতের আশঙ্কা

ভারতের পশ্চিমবঙ্গের একটি রেল স্টেশন ভবনের একাংশ হঠাৎ ধসে অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে পশ্চিমবঙ্গ প্রদেশের বর্ধমানের রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় অনেকেই ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম খবর প্রকাশ করে বলেছে, বর্ধমান রেলস্টেশনের প্রধান ভবন ধসে পড়ে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে রেল কর্মকর্তারা আশঙ্কা করেছেন। তবে ঘটনাস্থল থেকে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভবন ধসের পর বর্ধমান রেল স্টেশনে রেল চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পুলিশসহ উদ্ধারকারী কর্মীদের মোতায়েন করা হয়। দেশটির ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সরকারি বার্তাসংস্থা পিটিআই বলছে, ধ্বংসস্তুপের নিচে আটকা পড়াদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত