ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বদলা নিতে শপথ নিলো ইরানিরা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২০, ১০:৫৩

বদলা নিতে শপথ নিলো ইরানিরা

মার্কিন ড্রোন হানায় নিহত ইরানের শীর্ষ কমান্ডার কাশেম সোলেইমানির শেষযাত্রায় জনতার ঢল আহভাজের রাজপথে। রোববার ইরানের আহভাজ শহরে লাখ লাখ মানুষ নেমে আসেন রাস্তায়। জনতার ভিড় থেকেই এদিন আমেরিকা বিরোধী স্লোগানে মুখরিত হয় আহভাজের আকাশ।

মহরমের কায়দায় শিয়া সম্প্রদায়ের লোকজন বুক চাপড়ে স্লোগান দেন ‘আমেরিকা নিপাত যাক’। সেই শব্দব্রহ্মে কেঁপে ওঠে আকাশ-বাতাস। এর থেকেই প্রমাণিত সোলেইমানির মৃত্যুর বদলা নিতে বদ্ধপরিকর ইরান। আর সেই মতো এদিন পবিত্র জামকরন মসজিদে উড়েছে লাল পতাকা।

সোলেইমানির মৃত্যু আমেরিকা ও ইরানের সংঘাত চরমে পৌঁছেছে। যে কোনও মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে উপসাগরীয় অঞ্চলে। যার আঁচ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে গোটা বিশ্বে পড়বে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

এদিন সোলেইমানির মরদেহ ইরানের আহভাজে পৌঁছতেই শোকমিছিল বেরোয় রাস্তায়। লাখ লাখ মানুষ ইরানের রেভোলিউশনারি গার্ডের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার কাশেম সোলেইমানির শেষযাত্রায় সামিল হন। ইরানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত