ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ৪২

ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ৪২

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বিদেশিসহ ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৪২ জন। স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

সোমবার আরেকুইপা অঞ্চলের কারাভেলি শহরে একটি যাত্রীবাহী বাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।

আরেকুইপা অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রধান দেম্বার মুনোজ লোজাদা জানান, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। রাজধানী লিমা থেকে আরেকুইপা যাওয়ার পথে যাত্রীবাহী বাসটি কয়েকটি গাড়িতে ধাক্কা মারে। এতে চার বিদেশিসহ ১৬ জন নিহত এবং আরো ৪২ জন আহত হয়েছেন। নিহত বিদেশিদের মধ্যে দুইজন জার্মান নাগরিক।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে নাজকা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুইজন আমেরিকান এবং বাকি দুইজন ব্রাজেলিয়ান।

অঞ্চলটির পাবলিক পরিবহন সেক্টরেরর প্রধান জর্জ বেলট্রান বলেছেন, ধারণা করা হচ্ছে বাসটি অত্যাধিক গতির কারণেই দুর্ঘটনায় পড়েছে। যেটি ঘন্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলছিল।

পেরুর অধিকাংশ সড়ক বিপজ্জনক আন্দেজ পর্বতমালার ভেতর দিয়ে যাওয়ার কারণে দেশটিতে প্রায়ই এমন বড় ধরনের দুর্ঘটনা ঘটে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত