ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

‘মোদি সরকারের থিংকট্যাংক সাদাশিব গোলবলকার’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২০, ১৬:৪৬  
আপডেট :
 ০৯ জানুয়ারি ২০২০, ১৯:৪০

‘মোদি সরকারের থিংকট্যাংক সাদাশিব গোলবলকার’

ভারতজুড়ে সিএএ’র বিরুদ্ধে বিক্ষোভ চলছে প্রতিদিন। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম জি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেলজয়ী অমর্ত্য সেন বলেন, গোলবলকার ১৯৭৩ সালে নাগপুরে ৬৭ বছর বয়সে মারা যান, যেখানে তিনি আরএসএসের প্রধান ছিলেন। তিনি হিন্দি ভাষায় লেখা তার বিভিন্ন বইয়ে ভারতকে হিন্দু রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছেন, যে রাষ্ট্রে অন্যান্য ধর্ম বিশ্বাসী লোকজনের বসবাসের কোন স্থান নেই।

‘উই অর আওয়ার নেশানহুড ডিফাইনড’ শিরোনামের এক বইয়ে গোলবলকার জার্মানিতে হিটলার কর্তৃক ইহুদিদের গণহত্যাকে সমর্থন করেছেন। এবং ভারতীয়রা যাতে সেখান থেকে শিক্ষা নেয়, সেই আকাঙ্খা ব্যক্ত করেছেন।

দেশে সংখ্যালঘুদের হিন্দু জাতির সম্পূর্ণ অধীনস্থ হয়ে থাকতে হবে, যেখানে তারা কিছুই দাবি করতে পারবে না, কোন সুযোগ সুবিধার তারা দাবিদার হবে না, তাদের সঙ্গে ইচ্ছেমতো ব্যবহার করা হবে এবং এমনকি নাগরিক অধিকারও তারা পাবে না। তাদের জন্য আর কোন পন্থা নেই, বা থাকা উচিত নয়। আমরা একটা পুরনো জাতি; আসুন আমরা বিদেশি জাতির সঙ্গে সেইভাবে আচরণ করি, যেভাবে প্রাচীন জাতিগুলোর করা উচিত, যারা আমাদের দেশে বাস করার পথ বেছে নিয়েছে (পৃষ্ঠা ১০৫)।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত