ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বৈঠকে এনআরসি বাতিলের দাবি মমতার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২০, ২০:১৭  
আপডেট :
 ১১ জানুয়ারি ২০২০, ২২:০০

বৈঠকে এনআরসি বাতিলের দাবি মমতার

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তীব্র বিক্ষোভের মধ্যেই শনিবার কলকাতা সফরে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিকেলে মোদির বিমান অবতরণের পর তাকে ফুল দিয়ে স্বাগত জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়,বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে রেসকোর্সে নামার পর সড়কপথে রাজভবন পৌঁছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথে বৈঠক করেন তিনি।দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই মোদীর প্রথম কলকাতা সফর।

রাজভবনে মোদীর সঙ্গে বৈঠক শেষে মমতা বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা আমার সাংবিধানিক দায়িত্ব ও সৌজন্যের মধ্যে পড়ে। রাজ্যের ২৮,০০০ কোটি টাকা পাওনা আছে কেন্দ্রের থেকে। তাছাড়া, ঘূর্নিঝড় বুলবুলের ক্ষতিপূরণ হিসেবে ৭০০০ কোটি টাকা বাকি রয়েছে। রাজ্যের টাকা যেটা আমাদের প্রাপ্য, সেটি মিটিয়ে দেয়ার কথা বলেছি।’

তিনি আরো বলেন, ‘আমি বলেছি মানুষে মানুষে বৈষম্য করা উচিৎ নয়। কেউ যেনো নাগরিকত্ব না হারায়, কোনো মানুষের উপর যেনো অত্যাচার না হয়। আমরা চাই সিএএ-এনআরসি বাতিল হোক।’

মমতা-মোদী বৈঠকের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে তৃণমূল বলেছে, ‘এটা সরকারের সঙ্গে সরকারের বৈঠক। তৃণমূলের কারো থেকে সার্টিফিকেটের প্রয়োজন নেই। আমরাই এই আন্দোলন শুরু করেছিলাম, এখন এটা জনতার আন্দোলন।’

অপরদিকে, শনিবার সকাল থেকেই ‘গো ব্যাক মোদী’ স্লোগানে অবরুদ্ধ ছিলো ধর্মতলা, গোলপার্ক ও যাদবপুর। নন্দনচত্বর থেকে রাজভবন অভিমুখী মিছিল করেছে বিক্ষোভকারীরা। রাজভবনের উত্তর গেটে মোদীর কুশপুত্তলিকা পোড়ানোয় কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত