ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

অভিশংসন বিল সিনেটে, বিচার শুরু মঙ্গলবার থেকে

অভিশংসন বিল সিনেটে, বিচার শুরু মঙ্গলবার থেকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট সংক্রান্ত বিলে স্বাক্ষর দান করেছেন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভের) স্পিকার ন্যান্সি পেলোসি। এরপর বুধবার সেটি আনুষ্ঠানিকভাবে সিনেটে জমা দেয়া হয়েছে। আগামী মঙ্গলবার থেকে ট্রাম্পের বিচার প্রক্রিয়া শুরু হতে পারে বলে সিনেট নেতা ম্যাককনেল জানিয়েছেন।

ট্রাম্পের অভিশংসন সংক্রান্ত বিলটি বুধবার পরিষদে ২২৮-১৯৩ ভোটে পাস হয়। কেবল মিনেসোটা রাজ্যের রিপাবলিকান সদস্য কলিন পিটারস এর বিরোধিতা করেন। বুধবার সন্ধ্যায় এক ভাব গম্ভীর পরিবেশে ট্রাম্পের ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসে বাঁধাদান সম্পর্কিত দুটি বিলে স্বাক্ষর দেন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। এরপরই সেটি সিনেটে পাঠানো হয়। যদিও সেখানে ট্রাম্পের বিপদ হওয়ার তেমন সম্ভবনা নেই।

গত ১৮ ডিনেম্বর সংখ্যাগরিষ্ঠ ভোটে পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের অভিশংসিত হন ট্রাম্প। তবে চূড়ান্ত অভিশংসনের জন্য যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটে বিচার হতে হবে। সেখানে দুই তৃতীয়াংশ ভেটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতে হবে প্রাম্পকে। তবে সেই সম্ভবনা নেই বললেই চলে। কেননা সিনেট রিপাবলিকন দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ইতিমধ্যেই সিনেট সদস্যরা ট্রাম্পের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন।

তাছাড়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইমপিচমেন্টের জন্য কোনো মার্কিন শাসকেকে ক্ষমতা ছাড়তে জয়নি। মার্কিন ইতিহাসে ট্রাম্প হচ্ছেন তৃতীয় প্রেসিডেন্ট যিনি প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন।

ট্রাম্পের অভিশংসনের বিচার শুরু হওয়ার কথা রয়েছে আগামী সপ্তাহ থেকে। তবে সিনিটের সংখ্যাগরিষ্ঠদের নেতা মিচ ম্যাককনেল বলেন, এ সপ্তাহের মধ্যেই সমস্ত প্রক্রিয়া সেরে ফেলা হবে। আর ট্রাম্পের বিচার শুরু হবে মঙ্গলবার থেকে। স্থানীয় সময় দুপুর ১টা থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া। সোম থেকে শনিবার সপ্তাহের ৬ দিনই বিচার চলবে বলেও জানান তিনি।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত