ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

জাতিসংঘে কাশ্মির ইস্যু উত্থাপন না করার আহ্বান ভারতের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ০০:০৭  
আপডেট :
 ১৭ জানুয়ারি ২০২০, ০০:১৭

জাতিসংঘে কাশ্মির ইস্যু উত্থাপন না করার আহ্বান ভারতের

কাশ্মির ইস্যু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় উল্লেখ করে জাতিসংঘের সাধারণ পরিষদে এটিকে উত্থাপন না করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। খবর ভয়েস অব আমেরিকা।

ভারত বলছে, এটি (কাশ্মির ইস্যু) ভারত ও পাকিস্তানের মধ্যে নিতান্তই দ্বিপাক্ষিক বিষয়।

এর একদিন আগেই চীন কাশ্মিরে জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনের কাজের পর্যালোচনা করার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রাভিশ কুমার নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, কাশ্মিরের ব্যাপারে চীনের উচিৎ হবে আন্তর্জাতিক ঐকমত্যের উপর আলোকপাত করা এবং জাতিসংঘে তা উত্থাপন করা থেকে বিরত থাকা।

ভয়েস অব আমেরিকা জানায়, ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের অধিকাংশ দেশগুলোই ভারত ও পাকিস্তানের প্রতি এই উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে এবং নিজেদের বিবাদ নিস্পত্তি নিজেদেরই করতে বলেছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত