ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির তারিখ চূড়ান্ত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ১৯:৫২  
আপডেট :
 ১৭ জানুয়ারি ২০২০, ২০:০৩

নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির তারিখ চূড়ান্ত

ভারতে নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপাপ্ত মুকেশের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

শুক্রবার রাষ্ট্রপতির আছে আবেদন পাঠালে তিনি তা খারিজ করে দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছিলেন অভিযুক্ত মুকেশ সিং। রাষ্ট্রপতি তাঁর এ আবেদন খারিজ করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকরের নতুন পরোয়ানা জারি হয়।

‘নির্ভয়া’ ধর্ষণ ও হত্যায় দোষী সাব্যস্ত চার আসামির মৃত্যুদণ্ড আগামী ১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৬টায় কার্যকরের আদেশ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য অভিযুক্তরা হলেন বিনয় শর্মা, অক্ষয় কুমার সিং ও পবন গুপ্ত।

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের নির্ভয়াকে ধর্ষণ ও ভয়াবহ নির্যাতন করেছিল ছয় অভিযুক্ত। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে মারা যায় নির্ভয়া। অভিযুক্ত ৬ জনকেই পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু বিচার প্রক্রিয়া চলাকালীনই তিহাড় জেলে আত্মহত্যা করেন রাম সিংহ। অন্য অভিযুক্ত অপরাধের সময় ছিল নাবালক। জুভেনাইল জাস্টিস বোর্ড তাকে সর্বোচ্চ তিন বছর হোমে রেখে সংশোধনের নির্দেশ দেয়। সেই সাজার মেয়াদ শেষে ছাড়াও পেয়ে গিয়েছে তখনকার সেই নাবালক।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত