ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

দাবানলের পর বন্যার ঝুঁকিতে অস্ট্রেলিয়া

দাবানলের পর বন্যার ঝুঁকিতে অস্ট্রেলিয়া

ভারী বৃষ্টিতে দাবানলের উত্তাপ কিছুটা কমলেও শনিবার অস্ট্রেলিয়ার পূর্ব উপক‚লীয় এলাকায় প্রবল বর্ষণের ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিট্রিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এখবর পাওয়া গেছে ।

ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণের পর নিউ সাউথ ওয়েলসে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরের কুইন্সল্যান্ড রাজ্যে শুক্রবারের রাতভর প্রচণ্ড বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিরুপ আবহাওয়ার কারণে কুইন্সল্যান্ডের প্রধান সড়কগুলো বন্ধ করে দেয়া হয়েছে। নিউ সাউথ ওয়েলসের কিছু অংশ এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন। কোনো কোনো এলাকায় চলতি দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে শুক্র ও শনিবার। এছাড়া ভিক্টোরিয়া রাজ্যেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। তবে আকস্মিক এই ঝড় ও বৃষ্টিতে এখনও অস্ট্রেলিয়ার কোনো রাজ্য থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত