ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ১৭:৫৯  
আপডেট :
 ২৪ জানুয়ারি ২০২০, ১৮:০১

যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক

যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে জনসমুদ্রে পরিণত হয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী এত বড় বিক্ষোভ আর দেখা যায়নি বলে জানা গেছে।

শুক্রবার দুপুরের আগ থেকেই দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আস-সাদরের ডাকা ‘মিলিয়ন-ম্যান মার্চ’ নামে এই বিক্ষোভে যোগ দেন ইরাকিরা।

সম্প্রতি ইরাকে যুক্তরাষ্ট্রের অবৈধ সামরিক কর্মকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেন মুক্তাদা আস-সাদর।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, রাজধানীর বাইরের বিভিন্ন প্রদেশ থেকেও এই কর্মসূচিতে যোগ দিতে থাকেন শিয়া, সুন্নি, কুর্দি ও আরব- নির্বিশেষে সব গোত্র-সম্প্রদায়ের ইরাকিরা। দুপুর নাগাদ বাগদাদে জড়ো হয় লাখ লাখ মানুষ।

জনসমুদ্রে পরিণত বিক্ষোভে শ্লোগান ওঠে- ‘আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক’, ‘ইরাক থেকে বের হওয়া আমেরিকান সেনারা’। এসব শ্লোগানে যেন কাঁপাতে থাকে বাগদাদের রাজপথকে।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাগদাদে ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানিকে চোরাগোপ্তা কায়দায় হত্যা করে। ওই হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরাককে দু’পক্ষের যুদ্ধক্ষেত্র বানানোর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ইরাকিরা।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত