ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

ইরানি হামলায় ৩৪ মার্কিন সেনা আহত

ইরানি হামলায় ৩৪ মার্কিন সেনা আহত
ফাইল ফটো

চলতি মাসের গোড়ার দিকে ইরাকের মার্কিন বিমানঘাঁটি আইন আল-আসাদে যে প্রতিশোধমূলক হামলায় চালিয়েছিল ইরান এতে ৩৪ জন মার্কিন সেনা আহত হয়েছে বলে স্বীকার করেছে পেন্টাগন। এর আগে যুক্তরাষ্ট্রের এই সামরিক বিভাগটি ১১ আমেরিকান সেনা আহত হওয়ার কথা বলেছিল।

মার্কিন সামিরক বিভাগ পেন্টাগনের একজন মুখপাত্র শুক্রবার জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৩৪ জন মার্কিন সেনাকে চিকিৎসা দেয়া হয়েছে। এখনো ১৭ জন সেনার চিকিৎসা চলছে। ওই হামলার ফলে এসব সেনারা মস্তিষ্কে আঘাতজনিত অসুস্থতায় ভুগছিলেন বলেও জানানো হয়েছে।

এ মাসের গোড়ার দিকে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হন ইরানের এলিট বাহিনী আল কুদসের কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি। এই হত্যার বদলা নিতে গত ৮ জানুয়ারি ইরাকের দুই মার্কিন ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

হামলার পরপরই তেহরান দাবি করেছিলো, এই হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত এবং আরো ২০০ জন আহত হয়েছে। পরদিন তারা আরো দাবি করে যে, তেহরানের ওই ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২২৪ জন মার্কিন সেনাকে ইসরায়েলে চিকিৎসা দেয়া হচ্ছে।

তখন পেন্টাগন ইরানি হামলায় মার্কিন সেনা হতাহতের ওই দাবি নাকচ করে দিয়েছিল। তারা ওই ঘাঁটি দুটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছিল। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তখন কোনো মার্কিন সেনা আহত হয়নি বলে দাবি করেছিলেন।

হামলার এক সপ্তাহেরও বেশি সময় পর ১১ মার্কিন সেনা মস্তিষ্কে ইনজুরি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে পেন্টাগন স্বীকার করে নেয়। তখন সামরিক বাহিনীর মুখপাত্র বিল উরবান এক বিবৃতিতে বলেছিলেন,‘গত ৮ জানুয়ারি ইরান আল আসাদ বিমান ঘাঁটিতে যে হামলা চালিয়েছিলো, এতে কোনো মার্কিন সেনা নিহত হয়নি। তবে হামলার কারণে কয়েকজন সেনা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের এখনও চিকিৎসা দেয়া হচ্ছে।’

এবার দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর অবশেষে হামলায় আহত সেনাদের সংখ্যা ৩৪ বলে জানালো পেন্টাগন। আহত সেনার সংখ্যা ১১ থেকে এক লাফে তিনগুণেরও বেশি হওয়ার পর পর্যবেক্ষকরা এখন ওই হামলায় হতাহতের সংখ্যা সম্পর্কে ইরানের ঘোষণাকে বিশ্বাস করতে শুরু করেছেন।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত