ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

হঠাৎ করেই ভারতের সংবিধান বইয়ের বেস্টসেলার!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২০, ০৩:০৩

হঠাৎ করেই ভারতের সংবিধান বইয়ের বেস্টসেলার!
ছবি- বিবিসি বাংলা

ভারতের ৭০ বছরের পুরনো সংবিধান বইয়ের চাহিদা হঠাৎ করেই বেড়ে গেছে। বই-কিতাবের দোকান থেকে শুরু করে ই-কমার্স সাইটেও বেড়েছে ভারতের সংবিধান বইয়ের বিক্রি। খবর বিবিসি বাংলা

পুরনো দিল্লির এক বই দোকানের মালিক বলেন, আগে মাসে ৫ টা সংবিধান বিক্রি হত কি না সন্দেহ, অথচ গত এক মাসে সংবিধানের পাঁচশো কপি বিক্রি করেছি। অ্যামাজন বা অন্যান্য ই-কমার্স সাইটেও সংবিধান বই বিক্রি হচ্ছে। বইটি প্রায়ই 'আউট অব স্টক' হয়ে যাচ্ছে।

বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, এর একটা বড় কারণ- ভারতের বিভিন্ন প্রান্তে আন্দোলনকারীরা এই সংবিধানের প্রিঅ্যাম্বল বা প্রস্তাবনা পাঠ করেই তাদের কর্মসূচি শুরু করছেন। সংবিধানের প্রস্তাবনায় ভারতের যে ধর্মনিরপেক্ষ চরিত্রের কথা বলা হয়েছে, তা উচ্চারণ করেই তারা শপথ নিচ্ছেন সব ধর্মের মানুষকে সমান চোখে দেখার।

গত ২১শে ডিসেম্বর রাতে হায়দ্রাবাদের এমপি ও একটি মুসলিম রাজনৈতিক দলের নেতা আসাদউদ্দিন ওয়াইসি শহরের দারুসসালাম এলাকায় হাজার হাজার মানুষকে নিয়ে এক সঙ্গে মিলে পাঠ করেছিলেন এই প্রিঅ্যাম্বল। তারপর থেকেই এই সংবিধান পাঠের 'ট্রেন্ড' সারা দেশে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত