ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

আগামী শতকে আশ্রয়হীন হবে যুক্তরাষ্ট্রের ১ কোটি ৩০ লাখ মানুষ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২০, ১৯:১৪

আগামী শতকে আশ্রয়হীন হবে যুক্তরাষ্ট্রের ১ কোটি ৩০ লাখ মানুষ

আগামী শতকে আটলান্টা, হাউস্টন, ডালাস, ডেনভার, লাস ভেগাসের অন্তত ১ কোটি ৩০ লাখ মানুষকে ডুবন্ত অবস্থা থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে হবে। এ তথ্য উঠে এসেছে মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের তলদেশ বৃদ্ধি নিয়ে গবেষণায়। এই গবেষণা করেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

২০১৭ সালে ঘূর্ণিঝড় হার্ভে তছনছ করে টেক্সাসের উপকূল এলাকা। প্রচুর মানুষজন নিজেদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। যদিও তারা দেশের মধ্যে অন্যত্র নতুন বসতি গড়ে তুলছিলেন।

নতুন এই গবেষণার নেতৃত্বে থাকা কম্পিউটার সায়েন্সের অধ্যাপক বিস্ত্রা দিলকিনার কথায়, “আগামী শতকে সমুদ্রের তলদেশ বেড়ে যাওয়ায় আমেরিকার প্রতিটি প্রদেশই এর জন্য কমবেশি প্রভাবিত হবে। প্রত্যন্ত অঞ্চলে কেমন প্রভাব ফেলবে এই সমস্যা, তা ভালভাবে বোঝা যাবে। ছোট এলাকাগুলি থেকে শ’য়ে শ’য়ে মানুষ চলে যেতে বাধ্য হবে বড় জায়গায়। ঠাঁই খোঁজার জন্য হুড়োহুড়ি পড়ে যাবে। বাড়বে জমি,বাড়ির দাম। চাকরিবাকরির বাজারে প্রতিযোগিতা বেড়ে যাবে।

গবেষণা আরো বলছে, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া, বস্টন, নিউ অরলিন্স এলাকায় সমুদ্রের তলদেশ গড়ে ৬ ফুট করে বেড়ে যাবে। হিমবাহ গলা পানিতে চাপা পড়ে যাবে অনেক কিছুই।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত