ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

লাহোরে পারফিউম কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১১

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ০০:৫৮

লাহোরে পারফিউম কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১১
ছবি- ডন

পাকিস্তানের লাহোরে একটি পারফিউম কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার কারখানায় একটি সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইনের প্রতিবেদনে জানায়, অগ্নিকাণ্ডে বিস্ফোরণের ফলে ভবনটির ছাদ ধসে পড়ে এবং ধ্বংসস্তুপের নিচে থাকা অনেকে আটকা পড়ে।

এলাকার বাসিন্দারা বলেন, কারখানাটি একটি টেক্সটাইল উত্পাদনের খারখানা হিসেবে পরিচিত ছিল কিন্তু আমরা আগুনের সূত্রপাতের পরে আতর এবং অন্যান্য রাসায়নিকের উপস্থিতি সম্পর্কে জানতে পারি।

ধ্বংসাবশেষের নিচে আটকা পড়া বাকি লোকদের উদ্ধারে উদ্ধার অভিযান চলছে। বাসিন্দাদের মতে, আগুন লাগলে কমপক্ষে ১৫ জন শ্রমিক কারখানার ভিতরে ছিল।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ছাদ ধসের কারণে এই মৃত্যুর ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ নিহতদের পরিচয় জানিয়েছে, জামিল (৩৬), জাহিদ (৬৫), জাহিদের স্ত্রী রাশিদা বিবি (৩০), আরিবা (৬), মসেস (৯) এবং ৪৫ বছরের ওই কারখানার মালিক। যে দুই জন আহত রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন আবিদ ও নাভেদ।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত