ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

মিয়ানমারসহ ৬ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৬

মিয়ানমারসহ ৬ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের

মিয়ানমারসহ ৬ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাষ্ট্র । মিয়ানমার ছাড়া বাকি ৫ দেশ হলো নাইজেরিয়া, ইরিত্রিয়া, তানজানিয়া, কিরগিজস্থান এবং সুদান। সিএনএন ও বিবিসির এক প্রতিবেদনে এই খবর পাওয়াগেছে।

এই ৬ দেশের নাগরিকরা পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন।

শুক্রবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞার ঘোষণায় স্বাক্ষর করেন। নিষেধাজ্ঞার পেছনে মানবাধিকার লঙ্ঘন, গণতান্ত্রিক মূল্যবোধের অভাব এবং নাগরিকদের ওপর নির্যাতনকে কারণ হিসেবে দেখানো হয়েছে।

বিশেষত মিয়ানমারের ওপর রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর নির্যাতনের কারণে মিয়ানমারকে এই তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। দুই সপ্তাহ আগেই আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজে মধ্যবর্তী এক রায়ে স্বীকৃতি দিয়েছে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী।

মিয়ানমার বাদে অন্য দেশগুলোর তালিকাভুক্তির সমালোচনা করছেন কেউ কেউ। তারা বলছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় এদের কোনও কোনও দেশকে এই তালিকায় রাখা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত