ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

পেশাগত দায়িত্ব পালনকালে সাপের মুখে নারী সাংবাদিক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩২  
আপডেট :
 ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫০

পেশাগত দায়িত্ব পালনকালে সাপের মুখে নারী সাংবাদিক

সাপের কামড় থেকে নিরাপত্তা সংক্রান্ত একটি প্রতিবেদন করতে বিপত্তির মুখে পরেছেন অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের রিপোর্টার সারাহ কট। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। সংবাদ সংস্থা এপির খবরে এ তথ্য পাওয়া গেছে।

এসময় একটি সাপ তার ঘাড়ে উঠে পড়ে। তারপর তার মাইক্রোফোনে একের পর এক ছোবল মারতে থাকে। তিনি জানিয়েছেন, ওই ভিডিও ধারণের সময় আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সারাহর পরিস্থিতি দেখে অনেকেই শিউরে উঠেন।

সারাহ বলেন, বৃহস্পতিবার তার কাঁধে একটি সাপ এসে পড়ে। সে বারবার মাইক্রোফোনে ছোবল মারতে থাকে। এসময় আমি আতঙ্কিত হয়ে যাই। ব্যাপারটা সত্যিই ভয়ঙ্কর ছিল।

তিনি জানান, ঘটনার সময় ক্যামেরাম্যান ও সাপের তত্ত্বাবধায়ক ওখানেই দাঁড়িয়েছিলেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত