ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

চব্বিশ ঘণ্টায় ১০ লাখ সদস্য বৃদ্ধি আপের

চব্বিশ ঘণ্টায় ১০ লাখ সদস্য বৃদ্ধি আপের

গেরুয়া শিবিরকে হেলায় উড়িয়ে আরও ৫ বছরের জন্য দিল্লির মসনদে বসেছেন আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবারের পর থেকেই আপ-এ নাম লেখানোয় হিড়িক পড়ে গিয়েছে দিল্লিজুড়ে। দিল্লিতে ফের একবার আপ সরকার ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যেই ১০ লাখ মানুষ কেজরিওয়ালেল দলে যোগ দিয়েছেন বলে দাবি দলীয় নেতৃত্বের।

দিল্লির ভোটে নজিরবিহীন সাফল্য পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মোট ৭০ আসনের ৬২টিতেই জয় পেয়েছেন আপ প্রার্থীরা। মাত্র ৮টি আসন পেয়ে কোনও মতে অস্তিত্ব টিকিয়ে রেখেছে গেরুয়া শিবির। উলটোদিকে ঝাড়ু-ঝড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কংগ্রেস। দিল্লির ৬৩টি আসনেই জামানত জব্দ হয়েছে কংগ্রেস প্রার্থীদের।

আপ-এর দাবি, দলের বিপুল এই সাফল্যের পর ২৪ ঘণ্টার মধ্যে ১০ লাখেরও বেশি মানুষ আপ-এ যোগ দিয়েছেন। প্রতি মুহূর্তে সংখ্যাটা বেড়েই চলেছে বলেও দাবি আপ নেতাদের। দেশের উন্নতির স্বার্থে নতুন সংকল্প নিয়েছে আপ। ‘রাষ্ট্র নির্মাণ’ শীর্ষক কর্মসূচিতে নাগরিকদের সামিল হতে আবেদন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

পরপর ৩ বার কেজরিওয়ালের উপরই ভরসা রেখেছেন দিল্লিবাসী। নজিরবিহীন এই সাফল্যের পরেও কেজরির পা মাটিতেই। দিল্লিবাসীকেই সাফল্যের পুরো কৃতিত্ব দিয়েছেন আপ প্রধান। পুঁজি বলতে ছিল, গত ৫ বছরের কাজ। তা নিয়েই দিল্লির বাজি জিতেছেন অরবিন্দ কেজরিওয়াল। ফুৎকারে উড়িয়েছেন গেরুয়া শিবিরকে। জামানত জব্দ করে অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছেন কংগ্রেসকে। রাজনৈতিক মহলের মতে, কাজেই বাজি-মাত কেজরির। দিল্লির ৭০ বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬২টিতেই জয় পেয়েছেন আপ প্রার্থীরা।

ধর্মীয় বিভাজনের নীতিকে গুরুত্বই দেয়নি দিল্লিবাসী। কেজরিকে তাদের উজাড় করে দেওয়া সমর্থন দেখে এমনই মনে করছেন ওয়াকিবহাল মহল। আর তাই আপ-এ যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে।

আপ নেতারাও দলে আসা নাগরিকদের স্বাগত জানাচ্ছেন। এবারের দিল্লির ভোটে প্রায় একাই সব হিসেব ওলট-পালট করে দিয়েছেন কেজরিওয়াল। একার কাঁধেই বিজেপির যাবতীয় আক্রমণ সামাল দিয়েছেন কেজরি।

সূত্র: কলকাতা টুয়েন্টি ফোর

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত