ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ডেঙ্গুতে আক্রান্ত ১৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত ১৬ জনের মৃত্যু

লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। মাত্র দুই সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

প্যারাগুয়েতে ভয়াবহ আকার ধারণ করা এ রোগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৫ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে গত দু সপ্তাহেই মারা গেছেন ১৬ জন। এছাড়া সম্প্রতি প্রাণ হারানো আরও ৮৯ জনের মরদেহ পরীক্ষা করে দেখা হচ্ছে ডেঙ্গুতেই তাদের মৃত্যু হয়েছে কি না।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গত সপ্তাহে দেশটিতে ৫৭ হাজার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। কিন্তু চলতি সপ্তাহে এই সংখ্যা বেড়ে ৮৫ হাজারে এসে দাঁড়িয়েছে।

এদিকে ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ৯০ দিনের জরুরি অবস্থার ঘোষণা করেছে দেশটির সরকার। এর আগে ২০১৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশটিতে ২৫০ জন মারা গিয়েছিল।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত