ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

জার্মানিতে শূন্য প্রবৃদ্ধির রেকর্ড

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৯  
আপডেট :
 ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২২

জার্মানিতে শূন্য প্রবৃদ্ধির রেকর্ড

২০১৯ সালের প্রথম নয় মাসে জার্মানিতে আর্থিক প্রবৃদ্ধি শূন্য শতাংশে আটকে ছিল। শেষ তিনমাসে প্রবৃদ্ধি বাড়ার আশা করা হলেও বছর শেষে সেটি পূরণ হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়েন ও ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

তবে সাম্প্রতিক বছর গুলোতে জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমছে।

জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান কর্তৃপক্ষ শুক্রবার ২০১৯ সালের শেষ তিন মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের শুরুর মাসগুলোর ধারা বজায় রেখে শেষ তিন মাসেও জার্মানির প্রবৃদ্ধি শূন্য শতাংশই সীমাবদ্ধ ছিল।

অর্থনীতিবিদ ড. ফ্রাৎসি কোলার জানান, চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বর্তমানে বৈশ্বিক অর্থনীতিতে এক ধরনের মন্দাভাব বিরাজ করছে। আগামী বসন্তে জার্মানির অর্থনীতিতে এ অবস্থা থেকে উত্তরণের লক্ষণ দেখা যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

করোনাভাইরাস ছাড়াও প্রবৃদ্ধি কমার জন্য বিশ্ব বাণিজ্য পরিস্থিতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা৷ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য দ্বন্দ্ব জার্মানির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে৷ পাশাপাশি জার্মানির প্রধান রপ্তানিখাত গাড়ি শিল্পও বর্তমানে ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত