ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

‘ভারতের নাগরিকত্ব আইন প্রত্যাহার প্রয়োজন’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৬  
আপডেট :
 ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৫

‘ভারতের নাগরিকত্ব আইন প্রত্যাহার প্রয়োজন’

ভারতের শান্তি ফেরাতে অবিলম্বে নাগরিকত্ব আইন প্রত্যাহার করা প্রয়োজন বলে জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। শনিবার জয়পুরের সিএএ এবং জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী এক বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

বিক্ষোভ সমাবেশে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত বলেন, সংবিধান বিরোধী এই সংশোধিত নাগরিকত্ব আইনটি পুনর্বিবেচনা করা উচিত কেন্দ্রীয় সরকারের। তিনি জানান, তার সরকার আন্দোলনকারীদের পাশেই রয়েছেন। এজন্য প্রয়োজনে ডিটেনশন ক্যাম্পে যেতে হলেও নিজের অবস্থান পরিবর্তন করবেন না বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি যদি আমার মা-বাবার জন্মস্থানের তথ্যাদি না জানাতে পারি, তাহলে আমাকেও ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। অথচ আমার মা ও বাবার কোথায় জন্ম হয়েছিল, তা সঠিক ভাবে জানিনা আমি।

মানুষের ভাবাবেগ উপলব্ধি করেই সরকারকে যেকোনো আইন কার্যকরের পরামর্শ জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত