ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

করোনায় মৃত্যুসংখ্যা দুই হাজার ছাড়ালো

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৯

করোনায় মৃত্যুসংখ্যা দুই হাজার ছাড়ালো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। এদিকে চীন দাবি করছে সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে কমছে। নভেল করোনার উৎপত্তিস্থল হুবেই প্রশাসনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সেখানে নতুন করে ১৬৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার এই সংখ্যাটা ছিল ১৮০০-র বেশি। আগামী কয়েক দিনে পরিস্থিতির আরো কিছুটা উন্নতি হবে বলে আশাবাদী বেইজিং। তবে এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও, চিনে এখনও মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। কমা তো দূর, হু জানাচ্ছে,সোমবার ৯৩টি মৃত্যুর ঘটনা ঘটলেও মঙ্গলবার সংখ্যাটা একধাক্কায় গিয়ে পৌঁছেছে ১৩২-এ।

নভেল করোনার প্রকোপে গত দু’মাস ধরেই লড়ছে চীন। তবে সেখানে ঠিক কতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, তা নিয়ে এত দিন ধন্দ ছিল। সম্প্রতি সে দেশের ন্যাশনাল হেলথ কমিশনের তরফে একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, এখনও পর্যন্ত সে দেশে মোট ৭৪ হাজার ১৮৫ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে ৩১টি প্রদেশ মিলিয়ে ২ হাজার ৪ জনের মৃত্যু হয়েছে। রোগমুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ১৪ হাজার ৩৭৬ জন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত