ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৭ মিনিট আগে
শিরোনাম

‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে গ্রেপ্তার ভারতীয় ছাত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২০, ২১:০১

‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে গ্রেপ্তার ভারতীয় ছাত্রী
ছবি: সংগৃহীত

ভারতের ব্যাঙ্গালোরে নাগরিকত্ব আইন বিরোধী জনসভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়ায় এক ছাত্রীকে পুলিশ দেশদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ভারতের শহর ব্যাঙ্গালোরের ওই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়েছে সংবাদ ও সামাজিক মাধ্যমে।

পুলিশ জানিয়েছে দেশদ্রোহের অভিযোগে অমূল্যা লিয়োনা নামের ওই ছাত্রীকে দুসপ্তাহ হেফাজতে পাঠানো হয়েছে।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ইঙ্গিত দিয়েছেন ওই ছাত্রীটির সম্ভবত নকশালপন্থীদের সঙ্গে যোগাযোগ ছিল।

যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, তাতে দেখা ও শোনা যাচ্ছে, ১৮ বছর বয়সী ওই ছাত্রী, অমূল্যা লিয়োনা ভাষণ দিতে উঠে প্রথমে কয়েকবার ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলেন। সেই সময়ে তার হাত থেকে মাইকে কেড়ে নেয়ার চেষ্টা করেন আয়োজকরা এবং মঞ্চে বিশৃঙ্খলা তৈরি হয়।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত