ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

লিঙ্গবৈষম্যের অভিযোগে মার্কিন নারী ফুটবল দলের মামলা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৯  
আপডেট :
 ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৪

লিঙ্গবৈষম্যের অভিযোগে মার্কিন নারী ফুটবল দলের মামলা

লিঙ্গবৈষম্যের অভিযোগ এনে ৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন মার্কিন নারী ফুটবল দল। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ইউএস সকার ফেডারেশনের বিরুদ্ধে লসএ্যাঞ্জেলে জেলা আদালতে দায়ের করা এ মামলায় বলা হয়েছে পুরুষ ফুটবল দলের চেয়ে তাদের কম বেতন দেয়া হচ্ছে।

ইউএস সকার ফেডারেশনের মুখপাত্র মলি লেভিনসান বলেছেন, নারীদের দক্ষতার ওপর কিছু বিশেষ সুবিধা দেয়া হয়ে যা পুরুষদের দেয়া হয় না। এছাড়া নারীরা বার্ষিক বেতনের গ্যারান্টি, স্বাস্থ্য ও দাঁতের যত্বে ইন্স্যুরেন্স, সন্তান যত্নে সহায়তা, গর্ভকালীন সুবিধা ও ছুটি, মাসিককালীন বিশেষ সহায়তা পেয়ে থাকেন। তবে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল মলির এ দাবি প্রত্যাখ্যান করেছে।

আগামী ৫ মেয়ে এ মামলার শুনানি শুরু হবে। মামলায় অংশ নিয়েছেন ২৮ জন নারী ফুটবল খেলোয়াড়। তবে একটি খেলা থেকে নারী ফুটবল দল ৪ হাজার ৯৫০ থেকে ৯৯ হাজার ডলার আয় করলেও পুরুষ ফুটবল দল আয় করে ১৩ হাজার ১৬৬ থেকে ২ লাখ ৬৩ হাজার ৩২০ ডলার পর্যন্ত।

ইউএস ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কার্লোস করডেইরো বলেছেন, খেলার সুযোগের দিক থেকে পুরুষের চেয়ে নারীরা পিছিয়ে থাকাও এধরনের বৈষম্যের আরেক কারণ।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত