ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫১ মিনিট আগে
শিরোনাম

একসঙ্গে ২ স্বর্ণখনির সন্ধান!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:০২

একসঙ্গে ২ স্বর্ণখনির সন্ধান!

একসঙ্গে দুটি স্বর্ণখনির সন্ধান পেয়েছে ভারত। দুই দশক ধরে অনুসন্ধানের পর উত্তরপ্রদেশে সনভদ্র জেলায় খনি দুটি আবিষ্কার করে দেশটির ভূতাত্ত্বিক জরিপ জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ও উত্তরপ্রদেশ ভূতত্ত্ব ও খনি অধিদফতর।

দুই খনিতে মজুদ রয়েছে ৩ হাজার ৩৫০ টন স্বর্ণ। যা দেশটির রিজার্ভ স্বর্ণের পাঁচগুণ। বর্তমানে দেশটির রিজার্ভে ৬২৬ টন স্বর্ণ রয়েছে। ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে খনি বিষয়ক কর্মকর্তা কেকে রায় বলেন, সরকার ইজারা দেয়ার মাধ্যমে খনি থেকে স্বর্ণ উত্তোলনের চিন্তা করছে। এজন্য জরিপ চালানো হচ্ছে।

খবরে বলা হয়েছে, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সনভদ্র জেলায় স্বর্ণের খোঁজ শুরু করে ১৯৯২-৯৩ সালে। প্রায় ২৭ বছরের খোঁড়াখুঁড়ির পর চলতি সপ্তাহে সফলতার মুখ দেখে সরকারি প্রতিষ্ঠানটি।

উত্তরপ্রদেশের সনপাহাড়ি এবং হারদি ফিল্ডে খনি দুটির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে সনপাহাড়ি ফিল্ডে মজুদ রয়েছে ২ হাজার ৭০০ টন স্বর্ণ। আর হারদি ফিল্ডে রয়েছে ৬৫০ টন স্বর্ণ। উত্তরপ্রদেশের মাওবাদী উপদ্রুত সোনভদ্রায় খনি দুটি অবস্থিত।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত