ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

পদত্যাগের পরেও অন্তবর্তী প্রধানমন্ত্রী মাহাথির

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৫  
আপডেট :
 ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৯

পদত্যাগের পরেও অন্তবর্তী প্রধানমন্ত্রী মাহাথির

দায়িত্ব ছাড়লেও এখনই যেতে পারছেন না মালয়েশিয়ার কিংবদন্তি রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ বলে জানিয়েছেন সরকারের মুখ্য সচিব দাতুক সেরি মোহাম্মদ জুকি আলী। এসময় মাহাথির মোহাম্মদকে আবারও প্রধানমন্ত্রী করা হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার সকালে আচমকা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান মাহাথির। তবে দেশটির রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করলেও অন্তবর্তী দায়িত্ব পালন করতে বলেছে মাহাথিরকে । নতুন কারো নাম ঘোষণার আগ পর্যন্ত প্রবীণ এই নেতাই ক্ষমতায় থাকছেন।

ছোট একটি বিবৃতিতে জুকি আলী বলেন, ‘নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ এবং মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের প্রশাসন সচল রাখবেন।’

রাজনৈতিক জীবনের মতো মাহাথিরের ব্যক্তিগত জীবনও বেশ বৈচিত্র্যময়। মাত্র ১৬ বছর বয়সে পড়াশোনা ছেড়ে স্থানীয় একটি বাজারে কলা বিক্রি শুরু করেছিলেন। ১৯৪৬ সালে ২১ বছর বয়সে রাজনীতিতে নামেন। তারপর একদিন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত