ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

পৃথিবীর গড় প্রবৃদ্ধির চেয়েও ২০ গুণ বেশি ইরানের ইস্পাত উৎপাদন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০২  
আপডেট :
 ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৫

পৃথিবীর গড় প্রবৃদ্ধির চেয়েও  ২০ গুণ বেশি ইরানের ইস্পাত উৎপাদন

বিশ্বের গড় প্রবৃদ্ধির চেয়ে ইরানের ইস্পাত উৎপাদন ২০ গুণ বেড়েছে বলে জানিয়েছেন বিশ্ব ইস্পাত এসোসিয়েশন। ফিনান্সিয়াল ট্রিবিউনের এই প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বিশ্ব ইস্পাত এসোসিয়েশনের রিপোর্টে এ তথ্য দিয়ে বলা হচ্ছে সারাবিশ্বে ইস্পাতের গড় উৎপাদন শতকরা ২.১ ভাগ বেড়েছে, সেখানে ইরানের উৎপাদন বেড়েছে ৪৬.৭ ভাগ।

গত জানুয়ারিতে ইরান ২৮ লাখ ৯৫ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। এর আগের বছর জানুয়ারি মাসে ইরান ১৯ লাখ ৭১ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছিল।

বিশ্বের ৬৪টি দেশ গত জানুয়ারি মাসে ১৫ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে। গত বছরের জানুয়ারি মাসে এই উৎপাদনের পরিমাণ ছিল ১৫ কোটি ১২ লাখ ২৮ হাজার টন। চীন, ভারত, জাপান, আমেরিকা এবং রাশিয়া হচ্ছে ইস্পাত উৎপাদনের প্রধান পাঁচ দেশ।

  • সর্বশেষ
  • পঠিত