ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

করোনায় প্রথম ব্রিটিশ নাগরিকের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৭

করোনায় প্রথম ব্রিটিশ নাগরিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

জাপানে কোয়ারেন্টাইন করে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের এক ব্রিটিশ যাত্রীর মৃত্যু হয়েছে। এই যাত্রী করোনায় নিহত প্রথম ব্রিটিশ নাগরিক। ওই জাহাজে থাকা প্রায় সাত শতাধিক যাত্রীই করোনায় আক্রান্ত।

প্রমোদতরীটিতে এর আগেও পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে ব্রিটিশ নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আজ যে ব্রিটিশ নাগরিক মারা গেছেন তিনি ওই তাদের মধ্যে একজনও নন। তবে মৃত্যুর শিকার ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি প্রতিবেদনে।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ডায়মন্ড প্রিন্সেস নামের ওই প্রমোদতরীটি জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙ্গরের পর কোয়ারেন্টাইন করে রাখা হয়। বিলাসবহুল ওই জলযানটিতে বিভিন্ন দেশের মোট ৩ হাজার ৭০০ জন যাত্রী ছিল, এরমধ্যে ৭০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত