ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

‘বিজেপি গাল দিলে বুঝি, ঠিক আছি’

‘বিজেপি গাল দিলে বুঝি, ঠিক আছি’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কড়া সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোমবার মোদির দল বিজেপির নেতাদের কটাক্ষ করে বলেন, ‘ওরা গালাগালি দিলে বুঝি, আমি ঠিক পথে আছি।’

এর আগে গত রোববার কলকাতা সফরের সময় শহিদ মিনার ময়দানের সভায় অমিত শাহ মমতাকে কটাক্ষ করে ‘কোনও ভূমিপুত্রকে রাজ্যের মুখ্যমন্ত্রী’ করার কথা বলেছিলেন। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দলীয় সভায় মমতা পাল্টা তোপ দাগেন মমতা। তিনি অমিত শাহকে ‘গজুভাই’ সম্বোধন করে বলেন, ‘আমরা কি ভূমিপুত্র নই? তাহলে আপনি কি এনআরসি করে আমাদের দেশ থেকে তাড়াতে চান?’

বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘তারা দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন। চাইছেন, নিজেরাই শুধু থাকবেন।’

এরপরই মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘অমিত শাহ আমাকে গালাগালি দিয়ে গিয়েছেন। তারা গালাগালি দিলে বুঝি, আমি ঠিক পথে আছি।’

মাত্র একদিন আগেই বিধানসভা নির্বাচনে জয় পেয়ে পশ্চিবঙ্গ দখলের কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রোববার কলকাতার শহিদ মিনারের সভা থেকে সোনার বাংলা গড়ার ডাক দেন। মাত্র পাঁচ বছর সময় পেলেই সোনার বাংলা গড়ে দেবেন তিনি বলে জানালেন। এদিন বাংলার মাটিতে দাঁড়িয়ে বিজেপির এই নেতা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ও তৃনমূল দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছিলেন, ‘মমতাদিদি, বাংলাকে মোদির হাতে তুলে দিন।’

‘মমতাদিদি, বাংলাকে মোদির হাতে তুলে দিন

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত