ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

প্রধান শিক্ষককে গাছে বেঁধে রাখল ছাত্রীরা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ মার্চ ২০২০, ১৭:১৩

প্রধান শিক্ষককে গাছে বেঁধে রাখল ছাত্রীরা

অশালীন আচরণের অভিযোগে হাইস্কুলের এক প্রধান শিক্ষককে গাছে বেঁধে রাখলো ছাত্রীরা। ভারতের বাঁকুড়ার সিমলাপাল থানা এলাকার মণ্ডলগ্রাম গ্রাম পঞ্চায়েতের উন্তিশোল বনমালী জুনিয়র হাইস্কুলে এ ঘটনা ঘটে।

অরুণ কুমার সিংহমহাপাত্র নামে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, ক্লাস চলাকালীন শ্রেণী কক্ষ থেকে ছাত্রদের বাইরে বের করে নির্দিষ্ট ক্লাসের পরিবর্তে ছাত্রীদের গান করতে বলেন। এমনকি নিজের কাছে ডেকে এনে তাদের সঙ্গে আপত্তিকর আচরণ করেন।

বৃহস্পতিবার ওই শিক্ষক ফের এই ধরণের আচরণ করলে সম্মিলীত ছাত্রীরা স্কুলের সামনে একটি গাছে ওই শিক্ষককে বেঁধে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

অষ্টম শ্রেণীর এক ছাত্রী বলেন, এই ধরণের ঘটনা সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে। আমরা আপত্তি করলেও প্রধান শিক্ষক আমাদের কথা শোনেননি। এই ঘটনায় ঐ শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অভিভাবকদের।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত