ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

‘সংসদে নারী অংশগ্রহণে রুয়ান্ডা শীর্ষে’

  জার্নােল ডেস্ক

প্রকাশ : ০৮ মার্চ ২০২০, ১০:১২

‘সংসদে নারী অংশগ্রহণে রুয়ান্ডা শীর্ষে’

সংসদে নারী অংশগ্রহণের ক্ষেত্রে রুয়ান্ডা বিশ্বের শীর্ষে অবস্থান করছে বলে জানিয়েছেন জাতিসংঘ কর্মকর্তা রাশিদা সুলতানা। তিনি বলেন, ‘ জাতিসংঘের মতো জায়গায় আত্মবিশ্বাস নিয়ে কাজ করছি। সুদান, দারফুরে জাতিসংঘের শান্তি মিশনেও কাজ করেছি। দেখেছি নারীরা সব পারে।

তিনি জানান, রুয়ান্ডাতে তো নারীরাই নীরব বিপ্লব করেছে। বর্তমানে বাংলাদেশে পুলিশে, আর্মি, নেভি, এয়ারফোর্সে অনেক মেয়ে আসছেন। কোনও ধরনের চ্যালেঞ্জ নিতে বাংলাদেশের মেয়েরা আর ভয় পান না, এটা দারুণ ব্যাপার। ’

ন্যাশনাল জিওগ্রাফিক ডট কম সূত্র মতে, ১৯৯৪ সালের ৭ এপ্রিল থেকে ওই বছরের ১৮ জুলাই পর্যন্ত ১০০ দিনের গণহত্যায় রুয়ান্ডা প্রায় পুরুষ শুন্য হয়ে পড়ে। সেসময় দেশ পুনর্গঠনে নারীরা এগিয়ে আসেন।

বর্তমানে দেশটির সুপ্রিম কোর্টের সাতজন বিচারকের মধ্যে চারজনই নারী। সহকারী প্রধান বিচারকের পদটিও অলংকৃত করছেন একজন নারী। মন্ত্রিপরিষদের ২৬ জনের মধ্যে বর্তমানে ১৩ জনই নারী। নারীদের এভাবে এগিয়ে আসার পেছনে অনেকে কৃতিত্ব দিয়ে থাকেন দেশটির প্রেসিডেন্ট পল কাগামেকে। দেশটির বিরোধীদলীয় নেত্রী ভিক্টোয়ের ইনগাবিরে। পররাষ্ট্রমন্ত্রী লুইস মুশিকিওয়াবো।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত