ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ১২:৫৭  
আপডেট :
 ১৫ মার্চ ২০২০, ১৩:০৩

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে

ভারতে রোববার সকালে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০০তে পৌঁছেছে। শনিবার রাতেও এই সংখ্যা ৮০-র কোটাতেই কোটাতেই অবস্থান করছিল। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে দেশটিতে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৩য়ে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৭ জন বিদেশিও রয়েছেন।

তবে বেসরকারি হিসাব মতে, দেশে করোনার আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১০০ ছাড়িয়েছে।

ভারতের কেরাল এবং মহারাষ্ট্র রাজ্য দুটির অবস্থা সবচেয়ে খারাপ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, রোববার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত কেরালায় সবমিলিয়ে ২২ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৯। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত কোনও করোনায় আক্রান্তের খবর মেলেনি।

ভারতে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত দু’জন প্রাণ হারিয়েছেন। এরপর করোনা ঠেকাতে তৎপর হয়ে উঠে মোদি সরকার। গত শুক্রবারই করোনা সংক্রমণকে বিপর্যয় বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া করোনায় মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছে মোদি সরকার।

সূত্র: আনন্দবাজার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত