ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তি ঝুঁকির মুখে

যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তি ঝুঁকির মুখে

সম্প্রতি স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুযায়ী যে ১৫০০ তালেবান বন্দিকে মুক্তি দেবার কথা ছিল সে সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে আফগান সরকার। এই ঘটনা যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যকার শান্তি চুক্তিকে বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফগান নিরাপত্তা বিভাগের মুখপাত্র জাভেদ ফয়সাল বলেন, বন্দিদের তালিকা প্রস্তুত করতে তাদের আরো সময় লাগবে।

গত মঙ্গলবার রাতে দেড় হাজার তালেবান বন্দিকে মুক্তি দিতে এক ডিক্রিতে স্বাক্ষর করেছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ডিগ্রি স্বাক্ষরের মাত্র ৪ দিন পর থেকেই ওই বন্দিদের মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।

তখন বিবিসি জানায়, প্রেসিডেন্ট আশরাফ ঘানির সই করা ওই ডিক্রি অনুযায়ী, ১৫০০ বন্দিকে ১৫ দিনের মধ্যে মুক্তি দেয়া হবে। প্রতিদিন ১০০ বন্দি আফগান জেল থেকে বের হবে।

আরও পড়ুন: ১৫শ বন্দিকে মুক্তি দিচ্ছে আফগান সরকার, নাখোশ তালেবান

  • সর্বশেষ
  • পঠিত