ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোয়ারেন্টাইনে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোয়ারেন্টাইনে

চীনে সরকারি সফরের পর দেশে ফিরে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি। সূত্র: আনাদুলু

বুধবার দেশটির এক সরকারি বিবৃতি জানিয়েছে, তার শরীরে করোনাভাইরাস আছে কিনা সেই পরীক্ষাও করা হবে।

পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন থাকার ঘোষণা দিয়ে কুরাইশি বলেন, বিশেষজ্ঞরা আমাকে কোয়ারান্টাইনে যাওয়ার এবং পাঁচদিন পর করোনাভাইরাস পরীক্ষা করতে পরামর্শ দিয়েছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভির সফরসঙ্গী হিসেবে সোম ও মঙ্গলবার চীনে ছিলেন কুরাইশি।

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে চীন সফরে যান ডা. আরিফ আলভির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। এসময় তারা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের প্রধান লি ঝানসুর সঙ্গে বৈঠক করেন।

দেশটির কেন্দ্রীয় পরিকল্পনামন্ত্রী আসাদ ওমরও তাদের সফরসঙ্গী ছিলেন বলে জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়েছে ১৪২ জন। ফলে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া সেখানে একজন

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত