ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

করোনা রুখতে নিউজিল্যান্ডে লকডাউন ঘোষণা

করোনা রুখতে নিউজিল্যান্ডে লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে আজ মধ্যরাত থেকে সম্পূর্ণ লকডাউনে যাচ্ছে নিউজিল্যান্ড। করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বুধবার এই ঘোষণা দেয় দেশটির ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।

এর ফলে এখন থেকে জরুরি কাজে নিয়োজিত ছাড়া দেশটিতে অন্য কেউ বাইরে বেরোতে পারবে না। তবে স্বাস্থ্য সেবা ও খাবারের স্টোর খোলা থাকবে। সেইসঙ্গে ঘরে এবং বাইরে সকল ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে। এছাড়া যান চলাচল সীমিত করা হয়েছে। কেবল জরুরি কাজে নিয়োজিত লোকদের জন্য যানচলাচল থাকবে।

এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০৫ জন। সেরে উঠেছেন ২২ জন।

লকডাউন সম্পর্কে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন পার্লামেন্টকে বলেন, ‘কমিউনিটির মধ্যে দ্রুত কোভিড-১৯ ছড়াতে পারে এমন প্রমাণ পাওয়ার পরই আমরা লকডাউন করার সিদ্ধান্ত নেই।‘

এসময় তিনি দেশবাসীকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘আজ (বুধবার) মধ্যরাত থেকে ভাইরাসকে তার গতিপথে সামনে আগানো বন্ধ করতে আমরা চার সপ্তাহের জন্য আত্মগোপনে চলে যাবো। পরিস্থিতি ভালো হওয়ার আগে কেউ কোনো ভুল করবেন না, তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আগামী সপ্তাহ এবং তারও পরে আক্রান্তের ঘটনা বাড়বে। তারপরই আমরা বুঝতে পারবো যে আমরা প্রকৃতপক্ষে কতটা সফল হলাম।’

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত